
নওগাঁর মহাদেবপুরে নির্বাচন অফিসের সামনে থেকে ককটেল সদৃশ্য একটি লাল কৌটা উদ্ধার করা হয়েছে।
৩ জানুয়ারি, বুধবার দুপুর আড়াইটায় রাজশাহী র্যাব-৫ এর একটি বোমা বিশেষজ্ঞ দল বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যান।
উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, সকাল ১০টায় স্থানীয়রা তাকে জানান যে, অফিসের সামনে গাছতলায় একটি ককটেল সদৃশ্য বস্তু পড়ে আছে। সাথে সাথেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ডিবি, বিজিবি ও র্যাব কর্মকর্তারা তাৎক্ষণিক ওই জায়গা লাল ফিতা দিয়ে ঘিরে রাখেন।
পরে র্যাব-৫ রাজশাহীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মুনিম ফেরদৌস এসজিপি পিএসসি এসি এর নেতৃত্বে র্যাবের একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসেন। তারা ককটেল সদৃশ্য বস্তুটি প্রাথমিক পরীক্ষা করে উদ্ধার করেন।
র্যাবের কমান্ডিং অফিসার সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটির অধিকতর পরীক্ষা করা হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন নাশকতার আশংকা নাই এবং কেউ নাশকতার চেষ্টা করলে পার পাবেনা বলেও জানান।
তিনি জানান, পরিস্থিতি ভালো রয়েছে। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
মহাদেবপুর থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
বিবার্তা/শামীনূর/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]