নওগাঁর কারাবন্দি বিএনপি নেতাকর্মীর পরিবারকে কানাডা প্রবাসীর মানবিক সহায়তা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪১
নওগাঁর কারাবন্দি বিএনপি নেতাকর্মীর পরিবারকে কানাডা প্রবাসীর মানবিক সহায়তা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাশকতার মামলায় এক মাসের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য দুলাল হোসেন।


৩ জানুয়ারি, বুধবার সকালে চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামে দুলালের বাড়িতে গিয়ে তার মা আছিয়া বেগমের (৭২) হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা।


দুলাল হোসেনের মতো নওগাঁর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কানাডা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আব্দুল মোহায়মেন (অন্টু)। সাবেক এই ছাত্রনেতার আর্থিক সহযোগিতায় নওগাঁ সদর উপজেলায় রাজনৈতিক মামলায় গ্রেফতার ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসমাগ্রী পৌঁছে দিচ্ছেন স্থানীয় একদল স্বেচ্ছাসেবী।


বুধবার সকালে নওগাঁ পৌরসভার কালিতলা ও সুলতানপুর এলাকা এবং চন্ডীপুর ইউনিয়নের রাজনৈতিক মামলায় ও নির্যাতিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীর বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবীরা খাদ্য সহায়তা পৌঁছে দেন।


এর আগে গত তিনদিনে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর অসহায় পরিবারকে সাবেক ছাত্রনেতা মোহায়মেনের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।


স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান বাদশা জানান, প্রতিটি পরিবারে তিন সপ্তাহের জন্য খাদ্য সামগ্রী উপহার দেয়া হচ্ছে। রাজনৈতিক মামলায় গ্রেফতার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অসহায় বিএনপি নেতাকর্মীর পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল, ৫ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও এক প্যাকেট করে লবন খাদ্য সহায়তা পৌঁছে দেন। এ পর্যন্ত একশর অধিক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।


কানাডা প্রবাসী আব্দুল মোহায়মেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের সাবেক সিনেট সদস্য। নওগাঁ শহরের কালিতলা এলাকার বাসিন্দা আব্দুল মোহায়মেন গত এক যুগেরও বেশি সময় ধরে কানাডায় অবস্থান করছেন।


আব্দুল মোহায়মেনের তার বাবা-মার নামে প্রতিষ্ঠিত ময়েজ উদ্দিন আহম্মেদ ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এর আগেও বিভিন্ন সময় নওগাঁর অসহায় মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া ফাউন্ডেশনটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করে অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিবার্তা/শামীনূর/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com