
রাজশাহীর পবা উপজেলার প্রত্যন্ত গ্রামের সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে অস্ট্রেলিয়ার সেচ্ছাসেবী সংগঠন অউশ-বাংলা ক্রিয়েটিভ উইমেন এর সহযোগিতায় স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১২ টার দিকে রোটারিয়ান আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ রাহিমের উদ্যোগে শিক্ষার্থীদের এ ইউনিফর্ম বিতরণ করা হয়।
এসময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে তৈরি করা নবনির্মিত স্কুলের নামফলক ও বই উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহ্তেশামুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান আব্দুর রব জোয়ারদার।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবা। দেশকে ভালোবাসবে এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবে বলে আমরা আশা করি।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সালমান ফার্সী ও সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, স্কুলের প্রধান শিক্ষক মারিয়ম সুলতানাসহ সহকারী শিক্ষক ও সচ্ছলতা এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]