
বগুড়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালন করা হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশে, স্মার্ট হবে বাংলাদেশ।’
দিবসটি উপলক্ষ্যে ২ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের চত্বর থেকে র্যালী বের হয়ে শহরে প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালীর পরে সকাল সাড়ে ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সামাজসেবার উপ-পরিচারক আবু সাঈদ মো. কাওছার রহমান।
এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আল মারুফ। এসময় আরও বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।
বিবার্তা/রাহেনুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]