
নীলফামারীর সৈয়দপুরে দেয়াল ধসে সামির হোসেন (১০) নামে এক বালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিকালে শহরের সাহেবপাড়া গেট বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিহত সামির ও তার বন্ধুরা ব্যাটবল খেলছিল। তখন বল পাশের একটি পুরাতন বাড়ির সানসেডে আটকে যায়। বল নামাতে ওই সানসেডে উঠার চেষ্টাকালে দেওয়ালটি সামিরের ওপর ধসে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে। নিহত সামির হোসেন শহরের মিস্ত্রিপাড়ার মো. নাদিমের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]