রাজশাহী শিল্পনগরীতে নৈশ প্রহরীকে হত্যা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ২১:১৭
রাজশাহী শিল্পনগরীতে নৈশ প্রহরীকে হত্যা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বিসিক শিল্পনগরীতে ঈসমাইল হোসেন নামে এক নৈশ প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।


৩১ ডিসেম্বর, রবিবার মধ্য রাতে ইউনাইটেড প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। ১ জানুয়ারি, সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহত ঈসমাইল নগরীর শিরোইল কলোনি এলাকার ওসমান আলীর ছেলে।


রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের শরীরের পেছনে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের সামনে থাকা এক প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিহত ঈসমাইল রাত দেড়টা পর্যন্ত কারখানায় দায়িত্ব পালন করেছেন। পরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


ওসি আরও জানান, সকালে ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীরা কাজে এসে দেখেন ঈসমাইল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই ইসমাইলকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।


বিবার্তা/মস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com