
থর থর করে কাপছে ঘণ কুয়াশায় মোড়ানো চুয়াডাঙ্গার মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলায় দিনের শেষ ভাগ থেকেই কুয়াশা শুরু হয়। এরপর ভোরে কুয়াশার আধিক্য বাড়ে। সকালে তীব্র আকার ধারন করে কুয়াশা।
একদিকে যেমন ঘণ কুয়াশা অন্যদিকে উত্তরের হু হু করে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন অনেকটা বিপন্ন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষ। বাড়ছে এ আবহাওয়া শীতজনিত রোগের প্রভাব ।
ঘণ কুয়াশার কারণে সড়কে যান চলাচলও বেশ দুরূহ হয়ে পড়েছে। সড়ক মহাসড়কে হেডলাইন জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। দৃষ্টি সীমা ৪০০ মিটারের মধ্যে রয়েছে। আবহাওয়া অফিস বলছে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাবে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের জৈষ্ঠ্য পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আরো এক সপ্তাহ এ ধরনের কুয়াশা থাকবে। সেই সাথে শীতও বাড়বে। আজ বেলা ১২ টা নাগাদ সূর্যের দেখা মিলবে।
সোমবার (১ জানুয়ারি) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আর সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস একই সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।
গতকাল রবিবার (৩১ডিসেম্বর) সকাল ৯টা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিলো ৯৮ শতাংশ। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিবার্তা/সাঈদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]