বেগমগঞ্জে টায়ার কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৭
বেগমগঞ্জে টায়ার কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ দোকান ঘর নামক এলাকায় রাজমনি টায়ার রিসোলিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


৫ ডিসেম্বর, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।


আগুনে কারখানাটির দুটি মেশিন ও গোডাউনে থাকা বিপুল মালামাল ও টায়ার পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


কারখানাটির মালিক দ্বীন মোহাম্মদ মিয়া জানান, রাতে হঠাৎ করে সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের একটি শিখা এসে কারখানায় পড়লে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন কারখানায় ছড়িয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে ভয়াবহ আগুনে কারখানায় থাকা দুটি মেশিন ও গোডাউনে থাকা বিপুল সংখ্যক টায়ারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পরে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ আমিন জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।


বিবার্তা/বোরহান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com