নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬
নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন ও কালনা থেকে যশোরগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছে অন্তত ১০জন যাত্রী। এর মধ্যে মারাত্মকভাবে আহত হয়েছে দুটি শিশু।


৫ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল-লোহাগড়া-ঢাকা সড়কের তালতলা নামক স্থানে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে আসা যশোরগামী স্থানীয় পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়ি দুটি সরাসরি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।


আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী। তাদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দুমড়ে যাওয়া লোকাল গাড়ি ব্রেকার দিয়ে গাড়িটি নিয়ে যায়। এছাড়া হানিফ পরিবহন গাড়িটিও জব্দ করেছে পুলিশ।


হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহন অতিরিক্ত গতি থাকার কারণে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সাথে সংঘর্ষে ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত হয়েছে, অন্যজন পলাতক রয়েছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com