ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩ টি ওয়েলহেড কম্প্রেসার উদ্বোধন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩ টি ওয়েলহেড কম্প্রেসার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে গ্যাসের চাপ স্বাভাবিক রেখে উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে তিতাস গ্যাস ফিল্ডের এ, ই ও জি লোকেশনে ৩ টি ওয়েলহেড কম্প্রেসার স্থাপন করা হয়েছে। ১ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এসব কম্প্রেসার স্থাপন করা হচ্ছে।


মঙ্গলবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থাপনকৃত কম্প্রেসার তিনটির উদ্বোধন এবং লোকেশন ই ও লোকেশন জির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ উপলক্ষ্যে তিতাস গ্যাস ফিল্ডের ‘এ’লোকেশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান, কোম্পানি সচিব হাবিবুর রহমান ও মহাব্যবস্থাপক (অপারেশন) উত্তম কুমার সরকারসহ তিতাস গ্যাস ফিল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মূলত জাতীয় গ্রিডে চাপের সাথে সমন্বয় রেখে তিতাস এবং নরসিংদী গ্যাস ফিল্ডের কপগুলো থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে কম্প্রেসারগুলো স্থাপন করা হচ্ছে।


অনুষ্ঠান শেষে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান জানান, তিতাস সহ অন্যান্য গ্যাস ফিল্ডের বন্ধ হয়ে যাওয়া কূপগুলো ওয়ার্কওভার এবং নতুন কয়েকটি কূপ খনন করা হচ্ছে।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com