আগামীকাল থেকে পুড়ে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাজ শুরু
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২১:২৮
আগামীকাল থেকে পুড়ে যাওয়া মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাজ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই কাজের উদ্বোধন করবেন।


১৩ নভেম্বর, সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


গত ১৪ সেপ্টেম্বর ভোরে কৃষি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের ‘খ’ ব্লকের ১৩১টি আর ‘গ’ ব্লকের ১১২টি দোকানের সবকটিই ক্ষতিগ্রস্ত হয়।


পরে ২৩ অক্টোবর এই মার্কেট পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তখন তিনি ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন। তাদের চাওয়া জানতে চান। সেসময় ব্যবসায়ীরা আগের মতোই টিনশেড মার্কেটের দাবি করেন।


ডিএনসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, নতুন মার্কেট তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। তিন কোটি টাকা মার্কেট নির্মাণ এবং নগদ ১ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাময়িক পুঁজি হিসেবে অনুদান দেওয়া হবে। বাকি ২ কোটি টাকা দেবে ত্রাণ মন্ত্রণালয়। আর মার্কেটটি আগের চেয়ে অন্তত এক ফুট উঁচু করা হবে। তিনদিকে ইটের দেয়াল থাকবে, এক পাশে খোলা জায়গা। সামনের পার্কিংয়ের জায়গায় পানি সংরক্ষণ ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার ব্যবস্থা থাকবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com