পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১৪:৫৪
পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৮ অক্টোবর বিএনপির ডাকা আন্দোলন ও মহাসমাবেশের দিন ঢাকায় মুক্তিযোদ্ধা সন্তান ও ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার সদস্যরা।


১২ নভেম্বর, রবিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার আয়োজনে এ প্রতিবাদ লিপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।


এ সময় উপস্থিত ছিলেন, শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পলাশ জোর্য়াদ্দার তুহিন, সহ-সভাপতি আরাফাত হোসেন অপু, গোলাম আকবর, শরিফুল ইসলাম, হানিফ মন্ডল, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা মিন্টু, যুগ্ম-সম্পাদক আব্দুল ওহাব, কামরুল ইসলাম, মিন্টু মিয়া, দপ্তর সম্পাদক ফরহাদ রানা, প্রচার সম্পাদক মিসরুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক আকতার হোসেন সহ মুক্তিযোদ্ধা সন্তান সদস্য বৃন্দরা।


এ অবস্থান কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com