খিলগাঁও বনশ্রীতে যাত্রীবাহী বাসে আগুন, বাসচালক দগ্ধ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:১৪
খিলগাঁও বনশ্রীতে যাত্রীবাহী বাসে আগুন, বাসচালক দগ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী মেরাদিয়ায় বাশপট্টি এলাকায় অবরোধকারীদের দেয়া যাত্রীবাহী বাসে আগুনে মোঃ সবুজ (৩০) এক বাস চালক দগ্ধ হয়েছে।


রবিবার( ৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অবরোধ কারীরা যাত্রীবাহী অসীম পরিবহন বাসে এই আগুনের ঘটনা ঘটায়। পরে পথচারীরা উদ্ধার করে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসার পরে তাকে ভর্তি রাখা হয়।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তিনি জানান,খিলগাঁও থেকে এক যুবক দগ্ধ হয়ে আমার এখানে এসেছে তার শরীরের ২৮/% শতাংশ পুড়ে গেছে। সে সংন্কা মুক্ত নয় তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


দগ্ধ সবুজের স্ত্রী রশেদা বেগম বলেন, আমার স্বামী সবুজ পেশায় একজন গাড়ি চালক, সে রমজান পরিবহনের যাত্রীবাহী বাস চালক, আজ সকালে সে গাড়ি নিয়ে বের হওয়ার সময় একদল যুবক গাড়িতে আগুন দিলে সে দগ্ধ হয়।পরে আমরা খবর পেয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে আসি।


আমাদের গ্রামের বাড়ি ময়মনসিং জেলার, ফুলপুর থানার, গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকি।


বিবার্তা/বুলবুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com