হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৭:২২
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে প্রথমবারের মত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।


২ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর দুই টার দিকে আলু নিয়ে সাতটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে হিলি বন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।


এসব আলু আমদানি করছেন মেসার্স নিশাত ট্রেডার্স ও খাঁন ইন্টারন্যাল নামের দুটি আমদানিরকারক প্রতিষ্ঠান।


মেসার্স নিশাত ট্রেডার্স আমদানিকারক প্রতিষ্ঠান ৪টি গাড়িতে ১১০ মেট্রিকটন ও খাঁন ইন্টারন্যাল প্রতিষ্ঠান ৩টি গাড়িতে ৭০ মেট্রিকটন আলু আমদানি করেন।


প্রতি মেট্রিক টন আলু আমদানি ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। এছাড়াও আমদানিরকৃত আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।


হিলি স্থলবন্দরের উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।


আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাল এর ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ভারত থেকে প্রথমবারের মত এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সকল খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা সম্ভব হবে।


এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।


বিবার্তা/রববানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com