নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে কুমির আটক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৫:১৩
নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে কুমির আটক
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মাইগ্রামের নবগঙ্গা নদীতে কয়েক দিন যাবত কুমির ভাসতে দেখে এলাকাবাসী। কুমির ভাসতে দেখে নবগঙ্গা নদীর দু পাড়ের মাইগ্রামের শত শত লোকজন ভয়ে আতঙ্কে ছিল।


২৮ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নবগঙ্গা নদীর মাইগ্রাম নামক স্থানে অল্প পানিতে মাছ ধরতে গিয়ে কুমিরটিকে দেখতে পায়।


এসময় কয়েকজন মিলে রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরের মুখের ভিতর দিয়ে কুমিরের পিঠে ওঠে বসে পড়ে ওরা। পরে স্থানীয় ও আরো লোকজনের সহযোগিতায় কুমিরটিকে পানি থেকে তুলে ওপরে নিয়ে আসে। কুমিরটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা।


এ ব্যাপারে খুলনা বন বিভাগের কর্মকর্তারা কুমিরটি নেওয়ার জন্য রওনা হয়েছে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com