লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় নিহত কৃষকের পরিবারের পাশে মাশরাফি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২২
লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় নিহত কৃষকের পরিবারের পাশে মাশরাফি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল - ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা শনিবার (৯সেপ্টেম্বর) দুপুরে লাহুড়িয়া ইউপি কল্যাণপুর গ্রামের সন্ত্রাসীদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও পিতৃ হারা শিশু সন্তান সুদেব বিশ্বাসের সাথে কথা বলেন ও তাদের পরিবারের খবর নেন।


এমপি মাশরাফি বিন মর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করে বলেন, আমি ক্ষমতায় না থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো। এসময় এলাকার প্রায় ৮শতাধিক হিন্দু পরিবার কে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের আমাদের সকলের। নিজেদের কে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পশে আছি এবং থাকবো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার, শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর প্রমুখ।


উল্লেখ্য, লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগষ্ট সন্ধ্যায় সন্ত্রাসীরা হাতুড়ি ও লাঠির দিয়ে সুফল বিশ্বাসকে পিটিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের স্ত্রী সোনা রানী বিশ্বাস চারজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ ঘটনার মূল হোতাদের এখনো আটক করতে পারে নেই।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com