হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৪:৪০
হিলিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।


সেই সাথে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, বাংলাহিলি বাজারস্হ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে আজ বৈকাল তিন ঘটিকায় হিলি এলএসডি গোডাউন মোড়ে শোকসভার আয়োজন করা হয়েছে।



পরে উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হিলি (এলএসডি চত্বরে) ফলজ বৃক্ষ এর চারা রোপণ করা হয়।


১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।


এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক শাহেদ মল্লিক বাবু, সদস্য সচিব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, আব্দুল লতিফ মাষ্টার, আশরাফ আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক, পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন আ'লীগের সাঃ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকারসহ আরও অনেকে।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com