৫০ মার্কসের পরীক্ষা চেয়ে পরিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৭:২৯
৫০ মার্কসের পরীক্ষা চেয়ে পরিক্ষার্থীদের বিক্ষোভ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধায় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০ মার্কসের পরিবর্তে ৫০ মার্করে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসি-২৩ ব্যাচের পরীক্ষার্থীরা।


৮ আগস্ট, মঙ্গলবার দুপুরে উপজেলার মেডিকেল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে পরীক্ষার্থীরা।


পরীক্ষার্থীরা বলেন, ২০২২ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা আড়াই বছর সময় পেয়ে ১০০ মার্কসের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় পেয়েছিলো। কিন্তু ২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের সময় দেয়া হয়েছে মাত্র দেড় বছর। আবার সাথে আইসিটি বিষয়টিও ২৩ ব্যাচের পরীক্ষার্থীদের সাথে যোগ করে দেয়া হয়েছে। আমাদের সাথে কেন এই বৈষম্য? সামনে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ এত কম সময়ের কারণে আমরা পরীক্ষার কোন প্রস্তুতি নিতে পারিনি।


২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের দাবি, আসন্ন এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে, সব বিষয়ে ৫০ মার্কসের পরীক্ষা নিতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে। নাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব।


এ সময় আলিমুদ্দিন সরকারি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে জয়দেব বর্মন জয়ন্ত, হাসান সিহাব, কৃতার্থ, সন্ধান রায়, বাধন রায়, সাওরিয়ার সৈকত, তন্ময় দেব তনুসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তমাল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com