চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভেসে এলো ভারতীয় মহিষ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ২০:০৯
চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভেসে এলো ভারতীয় মহিষ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি ভারতীয় মহিষ ভেসে এসেছে। এসময় ওই মহিষগুলোকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।


তারা ধারণা করছেন ভারত থেকে চোরাচালান কারবারিদের এসব মহিষ ব্রহ্মপুত্রের পানিতে ভেসে এসেছে। ভেসে আসা বেওয়ারিস মহিষগুলোকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


এঘটনায় চিলমারী মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে বলে বিষয়টি মঙ্গলবার (১৮ জুলাই) নিশ্চিত করেছেন ওসি হারেছুল ইসলাম।


এর আগে সোমবার (১৭ জুলাই) উপজেলার নয়ারহাটে ফেসকা দুইশ বিঘা এলাকায় ব্রহ্মপুত্র নদে ভেসে আসে এসব মহিষ।


নয়ারহাট ইউনিয়নের ফেসকা দুইশ বিঘা এলাকার আলম মোল্লাহ ও শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি মহিষ ভেসে যাচ্ছিল।


এসময় ওই এলাকার রেজাউল করিম, আলতাফ হোসেন, আছর উদ্দিন ও আল আমিনসহ বেশকয়েকজন দীর্ঘসময় চেষ্টা করে মহিষ ৪টিকে নদী থেকে উঠান।


মহিষ ৪টি উদ্ধারের প্রায় ২ ঘন্টা পরে পার্শ্ববর্তী উলিপুর উপজেলাধীন সাহেবের আলগা এলাকা থেকে ৭-৮ জনের একটি দল আসে এবং উদ্ধারকৃত মহিষ ৪টির মালিকানা দাবি করেন। উদ্ধারকারীদের কাছে তাদের দাবি যৌক্তিক না হওয়ায় অর্থের বিনিময়ে মহিষের মূল্য রফাদফা চলছিল। রফাদফার এক পর্যায়ে ঢুষমারা থানা পুলিশ সেখানে গিয়ে মহিষ আটক করে দেয়।


চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেছুল ইসলাম জানান, মহিষ ভেসে আসার খবর পেয়ে গতকাল রাতে তেলিপাড়াচর এলাকা থেকে মহিষ ৪টি নৌকা যোগে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় বেওয়ারিস হিসাবে পাওয়া মহিষ ৪টিকে উদ্ধার করে সাধারণ ডায়েরি ভুক্ত করে বিজ্ঞ আদালতে জানানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রাফি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com