রাজবাড়ীতে ধর্ষণের পর হত্যা, ৭ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১৬:১০
রাজবাড়ীতে ধর্ষণের পর হত্যা, ৭ জনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে আমেনা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


১২ জুলাই, বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।


দণ্ডিতরা হলেন, পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই। রায়ের সময় রঞ্জু ও আশরাফ পালতক ছিলেন।


মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন।


ওই দিনই নিহতের বোন হাসি খাতুন বাদি হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর সাত জনকে আসামি করে চার্জশিট দেয়।


এ রায়ে সন্তোস প্রকাশ করেছেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম।


বিবার্তা/মিঠুন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com