কুষ্টিয়ায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা, ভোগন্তিতে ক্রেতারা
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ২৩:২৭
কুষ্টিয়ায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা, ভোগন্তিতে ক্রেতারা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০০টাকা কেজি দরে।


১ জুলাই, শনিবার দিনভর শহরের পৌর-বাজারসহ জেলার সর্বত্র একই অবস্থা বিরাজ করছে। দিনভর বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় বাজার পরিস্থিতি এমন হয়েছে যা এ যাবৎ কালের উচ্চ মূল্য। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা।


খুচরা বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় মরিচের আমদানী কম থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এদিকে বাজারে মরিচ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারন ক্রেতারা। তারা মরিচের এমন আকাশচুম্বি দামে ক্ষোভ প্রকাশের পাশাপশি কঠোর ভাবে প্রশাসনকে বাজার মনিটরিং করার দাবী জানান।


জেলা শহরসহ ৬টি উপজেলার বাজারগুলিতে কাঁচা মরিচ ৭০০ টাকা কেজি দরে কোথাও কোথাও আরো বেশি। কাঁচা মরিচের বাজার দর এমন অবস্থা থাকলে সাধারণ ক্রেতারা পড়বেন চরম অস্বস্থি ও ভোগান্তিতে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com