টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি; গ্রেফতার ১
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ২২:৫০
টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি; গ্রেফতার ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।


২১ জুন, শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার হেফাজত থেকে দুটি পুলিশ পোষাক, একটি পুলিশ বেল্ট, একটি পুলিশ রিফ্ল্যাক্টিং বেল্ট ও পাঁচটি ছোরা জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম সোনাব আলী (৫০)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকুরকী গ্রামের মৃত জিলানীর ছেলে।


জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান করা হয়। দিবাগত রাত সোয়া ১০টার দিকে খবর আসে টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী কলেজ মোড়ে কিছু ডাকাত পুলিশ পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে পুলিশের নকল পোষাক ও দেশীয় অস্ত্রশস্ত্র, অন্যান্য মালামালসহ অবস্থান করছে।


পরে বিশেষ অভিযান পরিচালনা করে কাগমারী কলেজ মোড় থেকে সোনাব আলীকে গ্রেফতার করা হয়। শুক্রবার এসআই মনির বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি এসআই জাহাঙ্গীর তদন্ত করছেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে সোনাব আলীকে কারাগারে পাঠানো হয়। পুলিশ পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com