মোংলা উপজেলা প্রশাসনের সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা
প্রকাশ : ১১ মে ২০২৩, ২০:৩৯
মোংলা উপজেলা প্রশাসনের সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণের উপকূলীয় উপজেলা মোংলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় 'মোখা'র দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩টায় মোংলা উপজেলা প্রশাসকের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ'র সভাপতিত্বে ঘুর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা বলেন, মোংলায় মোট ১০৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। যেগুলোর সবই স্কুল কাম সাইক্লোন শেল্টার। তার মধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে রয়েছে ৮৪টি আর পৌরসভায় রয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। এখানকার ২ লাখ ২৬ হাজার ৭৫১ জনের মোট জনসংখ্যার বিপরীতে ১০৩টি আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা রয়েছে ৬৮ হাজার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এরইমধ্যে এ উপজেলায় সিপিপির ৬৬টি ইউনিটের প্রায় ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে আনা হবে। দুর্গতদের জন্য খাবার মজুত করা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।


তিনি আরও বলেন, দুর্যোগের প্রস্তুতিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর সতর্ক সংকেত যখন তিন নম্বর দেওয়া হবে তখন লোকজনকে সতর্ক করার পাশাপাশি জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রমুখী করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।


এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন সরকারী -বেসরকারী দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com