কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো একজনের মৃত্যু
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ২০:০১
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো একজনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পান করে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪জনে। ২৪ এপ্রিল, সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ (২৪) নামে ওই যুবকের মৃত্যু হয়। সে মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের খলিলের ছেলে।


এছাড়াও আজ সোমবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রতন (২১) ও ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ ওরফে সিফাতুল আলম সিপু (২৭)।


এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৫জন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার জানান, বিষাক্ত অ্যালকোহল পানে ৩জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ৪জনে। এখনও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫জন।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হলে আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামে ৩জনের মৃত্যু হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com