সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪টি মসজিদে ঈদের নামাজ আদায়
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ১৩:১২
সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৪টি মসজিদে ঈদের নামাজ আদায়
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের সাথে মিল রেখে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, বেগমগঞ্জ উপজেলারগোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রাম, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের চারটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিতহয়েছে। ঈদের নামাজে ওই গ্রামের কিছু পরিবারের লোকজন অংশগ্রহণ করে।


শুক্রবার সকাল ৯টায় বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ, নোয়াখালীপৌরসভা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর ও হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদে ঈদুল ফিতরেরজামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে নিরাপত্তায় নিয়োজিত ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


জানা গেছে, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণপুর ব্যান্ডার মসজিদেরদায়রা ঘরে ২২জন মুসল্লি, ফাজিলপুর গ্রামের মসজিদে ৩০০-৪০০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।


উদযাপনকারীরা বলছেন, তারা সৌদি আরবের সালে মিল রেখে রোজা শুরু করেছেন, সে অনুযায়ি আজ ঈদ উদযাপনকরছেন। তাঁদের পূর্বপুরুষরাও একই নিয়ম মেনে রোজা এবং ঈদ উদযাপন করতেন।


বিবার্তা/আদনান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com