আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১৯:১১
আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে: শিক্ষামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এই যুগে মানুষকে মূর্খই বলা হয়। পৃথিবীটা এখন প্রযুক্তির উপর ভিত্তি করে চলছে। সুতরাং সকলকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে।


৫ এপ্রিল, বুধবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবসমূহ মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের এই ট্যাবটি গঠনমূলক কাজে ব্যবহার করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো নাগরিক হওয়ার আহ্বানও জানান।


তিনি বলেন, ভালো মানুষ হলে, ভালো নাগরিক হলে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান করা হবে।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী জনশুমারিতে ব্যবহৃত ৪ লাখ ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসেবে আজ চাঁদপুরের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ উপজেলা প্রশাসনের অনেকেই।


বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com