ঘুষ গ্রহণকালে রাজশাহীর উপ-কর কমিশনার গ্রেপ্তার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ১৬:২৮
ঘুষ গ্রহণকালে রাজশাহীর উপ-কর কমিশনার গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ লাখ টাকা ঘুষ নেয়ার সময় রাজশাহীস্থ কর সার্কেল-১৩ এর উপ কর কমিশনার মুহিবুল ইসলাম ভুইয়াকে গ্রেপ্তার করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (৪ এপ্রিল) দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ব্রিফিং এ দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।


সচিব বলেন, দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের তত্ত্বাবধায়নে পরিচালিত অভিযানের আরেক উপ পরিচালক আমিনুল ইসলাম রাজশাহীর হেলেনাবাদ এলাকায় অবস্থিত কর ভবন থেকে তাকে হাতেনাতে আটক করে।


কর কমিশনার মহিবুল ইসলাম স্বল্প কর নির্ধারণের অভিযোগ হতে অব্যাহতি প্রদানের সুযোগ প্রদানের বিনিময়ে ডা. ফাতেমা সিদ্দিকার কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের অগ্রিম ১০ লাখ টাকা গ্রহন কালে কার্যালয় থেকে এ কর্মকর্তাকে গ্রেফতার করে দুদকের ফাদ পরিচালনা করা টিম।


অভিযোগকারীর ভাষ্যমতে, সার্বজনীন স্বনির্ধারণি পদ্ধতিতে ২০২২-২০২৩ করবর্ষের কর পরিশোধপূর্বক রিটার্ণ দাখিল করেন।


আসামী জনাব মহিবুল ইসলাম ভূঁইয়া অভিযোগকারীকে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৯৩ ধারায় মামলা প্রদানে মাধ্যমে বিগত ২০১৮-১৯ হতে ২০২২-২৩ করবর্ষের পাঁচ বছরের রিটার্ণ পুন: উন্মোচন করার ভয় দেখিয়ে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন।


অভিযোগকারী ঘুষ প্রদানে রাজী না হওয়ায় আসামী গত মাসের ৮ তারিখ মূল অভিযোগকারীর নামে নোটিশ জারী করেন।


উক্ত নোটিশ জারীর পর অভিযোগকারী-কে তার বিরুদ্ধে আনীত স্বল্প কর নির্ধারণের অভিযোগ হতে অব্যাহতি প্রদানের সুযোগ প্রদানে নিমিত্ত অভিযোগকারীর নিকট হতে অনৈতিক ভাবে ৬০ লাখ টাকা ঘুস দাবি করেন।
দুদক রাজশাহী জেলা কার্যালয় এই কর কমিশনারের নামে মামলা করে আজি আদালত তোলা হবে বলে জানান সচিব।


বিবার্তা/সানজিদা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com