মোংলায় ৯৫০প্যাকেট বিদেশী সিগারেটসহ আটক ১
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৬:৪২
মোংলায় ৯৫০প্যাকেট বিদেশী সিগারেটসহ আটক ১
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় ৯৫০প্যাকেট বিদেশী কেন্ট সিগারেট পাচারকালে এক চোরাচালানীকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় অপর দুই চোরাচালানী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া চোরাচালানীদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে।


মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে নিয়মিত মাদক উদ্ধার ও চোরাচালান রোধে শহরতলীর কানাইনগর এলাকায় পুলিশের টহল অভিযান চলাকালে গোপনে খবরে বিদেশী সিগারেট পাচারের বিষয়ে। খবর পেয়েই রাত ১০টার দিকে কানাইনগর এলাকায় টহলে থাকা এসআই মামুন শেখ, মিরাজ শেখ ও জসিম উদ্দিন কানাইনগর গুচ্ছগ্রাম সংলগ্ন পশুর নদীর বেড়ী বাঁধে অভিযান চালান। তখন অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামের চোরাচালানীকে আটক করেন। এ সময় পালিয়ে যান চোরাচালানী ইদ্রিস হাওলাদার (৫৪) ও আব্দুল হাই (৪৭)। পরে আটককৃতের কাছ থেকে ৫শ প্যাকেট ও পালিয়ে যাওয়াদের ফেলা যাওয়া ৪৫০প্যাকেট বিদেশী কেন্ট সিগারেট জব্দ করা হয়।


ওসি মনিরুল ইসলাম বলেন, বিদেশী সিগারেটসহ আটককৃত আসামী সুজনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর পলাতক দুই আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে। তিনি আরো বলেন, মূলত সরকারের কর ফাঁকি দিয়ে বিদেশী জাহাজ থেকে নদী পথে এ সিগারেট পাচার করছিলো স্থানীয় একটি চোরাচালানী চক্র। মোংলা বন্দরকে ঘিরে চোরাচালানসহ সকল ধরণের অপরাধমূলক কর্মকান্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


বিবার্তা/জাহিদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com