সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১৪:৪১
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলের জনগণের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। বিশ্বের অন্যতম প্রাকৃতিক সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড পশ্চিম জোন এই অঞ্চলের নদ-নদী ও মৎস্য সম্পদ সুরক্ষার কাজ করছে।


বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, কোস্টগার্ড পশ্চিম জোন তাদের এলাকাসমূহে চোরাকারবারী, পঁচারকারী, বিদেশী মদ, গাঁজা, ইয়াবা, হরিণের মাংস, মাথা ও চামড়া, পেইন্ট, জেলি পুশকৃত চিংড়ি, চিংড়ি রেনু পোনা, ফাইস্যা শোনা, কচ্ছপ, কাঁকড়া, অবৈধ বোট ও অবৈধ জাল আটকসহ বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করেছে।


এ ছাড়া কোস্ট গার্ড অসহায় মানুষের চিকিৎসা সেবাও প্রদান করছে। সুন্দরবনের অভয়ারণ্য সমূহ যাতে অবাধে মাছ না ধরতে পারে সেজন্য নিয়মিতভাবে রুটিন টহল ও বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে কোস্ট গার্ড পশ্চিম জোন। সুন্দরবন সংরক্ষণ এবং সুন্দরবনের অভ্যন্তরীন সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিরোধ করার লক্ষ্যে কোষ্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক নিয়মিত অভিযান অব্যহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানায় কোস্ট গার্ড।


বিবার্তা/জাহিদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com