নরসিংদীতে সরকারের ৩ গুরুত্বপূর্ণ বিষয়ে বাইসসের আলোচনা সভা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১
নরসিংদীতে সরকারের ৩ গুরুত্বপূর্ণ বিষয়ে বাইসসের আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন ,পতিত জমি ব্যবহার ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনয়নে ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা শীর্ষক এক বিশেষ আলোচনা সভা


১৮ ফেব্রুয়ারি, শনিবার বিকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস)।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইসস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সরোয়ার মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইসসের কেন্দ্রীয় মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম।


বাইসসের সিনিয়র ভাইসচেয়ারম্যান হাসান রকিব আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কৃষি অধিদফতরের কর্মকর্তা সালাউদ্দিন টিপু, অগ্রণী ব্যাংক কর্মকর্তা হাসিবুল হাসান শান্ত,কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা এ কে এম দাওদুল হক।


এছাড়া, জেলার সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।


অনুষ্ঠানে উপস্থিত জেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যরা সরকারের গুরুত্বপূর্ণ উপরোক্ত তিনটি বিষয়ের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সচেস্ট থাকার প্রতিশ্রুতি দেন।


বিবার্তা/কামাল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com