
চাঁদপুরের হাজীগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে হ্যালো সেবা ও মেলা উদযাপন কমিটি আয়োজিত বলাখাল জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজ মাঠে
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন করা হয়।
হ্যালো সেবা ও মেলা উদযাপন কমিটির সভাপতি মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।
অনুষ্ঠান সঞ্চালন করেন- উদযাপন কমিটির সদস্য মো. শাহজালাল সদ্দার দিপু।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]