
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা ট্যাবলেটসহ ৭ মামলার বিচারাধীন আসামী নায়েব আলী ওরফে গেদাকে (৪০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
৪ ডিসেম্বর, রবিবার দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নায়েব আলী ওরফে গেদা রাজবাড়ী সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ফোর্স জেলার বালিয়াকান্দির তালপট্টি চেয়ারম্যান মোড় এলাকার মো. হারুন মিয়ার স-মিলে সামনের রাস্তার ওপর থেকে মাদক কারবারি গেদাকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে ৭টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]