
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৫০) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটায় তিনি তার ইউনিয়নের শান্তিপুর গ্রামে একটি সালিশ দরবারে যাবার পথে পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় তার সঙ্গী সাথিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নৌকা যোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক গত ইউপি নির্বাচনে মির্জারচর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। নিহত জাফর ইকবাল মানিকের সাথে তার প্রতিপক্ষ আওলাদ হোসেন ফারুকের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, জাফর ইকবালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এব্যাপারে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, খবর পেয়ে থানার ওসি তদন্ত গোবিন্দ বিশ্বাসকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/কামাল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]