
ভোলার লালমোহনে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রতন মিয়া দফাদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. রতন মিয়া দফাদার ওই এলাকার মৃত শামছুল হকের ছেলে।
লালমোহন থানার এসআই শাহজালাল রাঢ়ী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ২০০৫ সালে আদালতে মারামারির দায়ে একটি মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ২০১১ সালে সাজা ঘোষণা করেন বিচারক। কিছুদিন আগে ওই গ্রেফতারি পরোয়ানার কপি থানায় আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রতনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/মনজুর রহমান/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]