
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ ও ৬ কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত অলংকারের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৭ লাখ টাকার বেশি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, ভারতীয় নাগরিক কুসুম সরকার পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। ২ ডিসেম্বর, শুক্রবার এই পথ দিয়ে তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়ীতে আসেন।
শনিবার (৩ ডিসেম্বর) হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে কুসুম সরকার ভারতে ফিরে যাচ্ছিলেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় যান তিনি। এসময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশী করেন। পরে তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের অলংকার ও ৬ কেজি পিতলের আংটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণের অলংকার ও পিতলের আংটি হিলি কাস্টমস গুদামে জমা করা হয়েছে এবং ভারতীয় ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিবার্তা/রব্বানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]