
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী বলেছেন, সরকার যখন দেশকে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে নিচ্ছে, তখন বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নৈরাজ্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোন ভাবেই উন্নয়ন ব্যাহত করতে পারবে না।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাধ-চাটপাড়া মাদ্রাসার ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরখিল বাজারে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিএনপির এই ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]