
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্দব সরকার। তিনি শিক্ষাখাতে উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ করেছেন ইতিহাসে এত বরাদ্দ কখনো কোন সরকার করেনি।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় করবেন। প্রতিটি বিভাগে একটা করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবেন। তিনি শিক্ষাকে এত প্রাধান্য দিয়েছেন, যে জাতী যত শিক্ষিত সে জাতী তার উন্নয়নকে নিজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
তিনি বলেন, মেডিকেল শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা, কৃষি শিক্ষা, এই বিষেশায়িত শিক্ষা না হলে শুধু মাত্র আই এ বিএ পাশ করলে চাকরি পাবে না, এই শিক্ষাবান্ধব সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের পরম করুনাময়ের আশির্বাদ তিনি। আজকের যে পদ্মা সেতুর কারণে দুই ঘণ্টা ৪০ মিনিটে নাজিরপুর থেকে ঢাকা যাওয়া যায়। আর অতীতে যাওয়া লাগতো ৮ ঘণ্টা। শেখ হাসিনা দক্ষিণবঙ্গের জন্য এটা করেছেন।
শেখ হাসিনাকে আবার রাষ্ট্রক্ষমতা নিয়ে আসতে হবে, আপনারা বিভ্রান্ত হবেন না দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু। নেতৃত্বে শেখ হাসিনা, আদর্শ বঙ্গবন্ধু। এ নিয়ে সামনে চললে আমরা হিন্দু, মুসলিম সবাই মিলে মিশে থাকতে পারব। তা না হলে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীরা আবার এসে পাকিস্তানি পতাকা উড়াবার চেষ্টা করবে, কাজেই আসন্ন নির্বাচনের ক্ষেত্রে ও মাথায় রাখবেন নৌকা প্রতীক শেখ হাসিনা বঙ্গবন্ধু ভিত্তিক রাজনীতিকে বিজয়ী করতে হবে বলে জানান মন্ত্রী।
শুক্রবার, ২ ডিসেম্বর বিকাল ৩টায় শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠানের সভাপতি এস এম রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সুশিল মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী, নাজিরপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল, ঘোষকাঠী মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মৃদুল কান্তি মজুমদার, উত্তমনগর মঠ প্রতিষ্ঠাতা শ্রী কুমার আচার্য্য, শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা অব. শিক্ষক নিত্যানন্দ হালদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এস এম নজরুলর ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাস, থানার ওসি হুমায়ুন কবির, ছাত্রলীগ আহ্বায়ক তরিকুল ইসলাম তাপসসহ প্রমুখ।
বিবার্তা/মশিউর/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]