
বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে সাবিনা ইয়াসমিন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
২ ডিসেম্বর, শুক্রবার সকালে উপজেলার নালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা ওই গ্রামের কৃষক আব্দুর রব শেখের স্ত্রী।
সাবিনার পরিবার জানায়, সকাল ৯টার দিকে বাড়ির সামনের খালে কাপড় ধুতে গিয়ে পানিতে পড়ে যায় সাবিনা। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রাজু/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]