
পাবনার ঈশ্বরদীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে তেল পাম্পের অনুমতি প্রদানে দেশের সর্বোচ্চ আদালতের রায় পেলেও পদ্মা ওয়েল কোম্পানির বিরুদ্ধে অনুমতি না দেয়াসহ নানা হয়রানির অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ নভেম্বর ) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে অবস্থিত দেওয়ান ফিলিং স্টেশনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্য পাঠ করেন পাম্পের মালিক দেওয়ান আমজাদ হোসেন। তিনি বলেন, ২০১৪ সালে প্রজ্ঞাপন জারির পর তিনি পদ্মা ওয়েল কোম্পানির কাছে তেল পাম্পের জন্য আবেদন করেন। দাপ্তরিক সকল কার্য সম্পন্ন করলে বিষয়টি উচ্চতর আদালতে গড়ায়। তিনি দেশের সর্বোচ্চ আদালতের সকল রায় লাভ করলেও অজ্ঞাত কারণে অনুমতি প্রদানে নানা হয়রানির শিকার হচ্ছেন পদ্মা ওয়েল কোম্পানির দ্বারা। তিনি এ বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম মান্না সরদার , মমতাজুল হক, আব্দুল করিম, সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আফজাল, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাস প্রমুখ।
বিবার্তা/পলাশ/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]