
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১৯ নভেম্বর, শনিবার ভোররাত ৩টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন পথচারী তাদের মধ্যে জহিরউদ্দিন নামে একজন পথচারী তিনি বিবার্তাকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে শুনতে পাই ওরা সবাই বন্ধু। ঘুরতে বেরিয়ে তারা খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি ট্রাক পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তিনজনকেই রাত সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় কোনো স্বজনরা এখনো তাদের সনাক্ত করতে আসেন নাই। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]