
রাজধানীর মালিবাগে একটি বাসা থেকে নাইম হাসান সবুজ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমা আক্তার হারপিক পান করে হাসপাতালে ভর্তি আছেন।
১৭ নভেম্বর, বৃহস্পতিবার হাতিরঝিল থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব তিনি বলেন , সবুজ ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে মালিবাগ রেলগেটের বাগান বাড়ি এলাকার একটি বাড়ির নিচতলা ভাড়া থাকেন। ১৭ দিন পুর্বে ওই বাসায় ভাড়ায় উঠেন।
তিনি আরও বলেন, বুধবার দিবাগত রাতে আমারা খবর পেয়ে ওই বাড়ির নিচতলা থেকে সবুজের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করি। পরে একই বাসা থেকে কথিত স্ত্রী ফাতেমাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়ছে। তিনি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়। সেটাতে লেখা ছিল তাকে আমি ভালো করতে পারিনি।
এসআই সুজন আরও বলেন, সবুজের পরিবার থেকে জানা গেছে- তিনি বিয়ে করেননি। অথচ বাসা ভাড়া নেন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ফাতেমা সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।
নিহতের দূর সম্পর্কের এক মামা বলেন, সে আমার আপন ভাগিনা নয়। ওই এলাকার একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো এবং আমার সেখানে যাওয়া আসা ছিল। সেই সুবাদে আমাকে সে মামা মামা বলে ডাকতো। আমি যে বাসায় থাকি, চলতি মাসের ২ তারিখে এই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়ায় উঠে।
তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে বাগানবাড়ি ৫০৩ মালিবাগ হাতিরঝিল এলাকায় তার স্ত্রীকে নিয়ে থাকতেন।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]