
রাজধানীর ফকিরাপুল কমর উদ্দিন গলির একটি ছাপা কারখানা থেকে আব্দুল্লাহ খান (১৯) নামের এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন মতিঝিল থানা পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার এসআই মো. শহিদুল ইসলাম বিবার্তাকে বলেন, আমরা ছাপাখানার লোকজনদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে দেখতে পাই কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায়। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে কি কারণে সে ফাঁসি দিয়েছে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছনা। ময়নাতদন্ত শেষে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।
তিনি আরো বলেন, নিহত আব্দুল্লাহ খান ছাপা কারখানার মেশিনম্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কাজ শেষে রাতে কারখানায় ঘুমাতেন। আজ সকালে দরজা বন্ধ দেখে শ্রমিকরা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে শ্রমিকরা থানায় ফোন দিলে আমরা দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি বলেন তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার, নাজিরপুর উপজেলার, কুমোরকালী গ্রামের লাভলু খানের ছেলে, তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
বিবার্তা/বুলবুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]