
রাজধানী হাতিরঝিল ব্রিজের উপর থেকে লাফিয়ে অজ্ঞাতনামা (২৪) এক যুবক আত্মহত্যা করেছেন।
১২ নভেম্বর, শনিবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর পৌনে দুইটাই তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন বিবার্তাকে বলেন, হাতিরঝিলের উপর ডিউটিরত রেট ক্রসের দুইজন সেবিকা তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করে।
হাতিরঝিলে ডিউটি রত রেডক্রস এর সেবিকার বরাত দিয়ে তিনি বলেন, আজ দুপুর পৌনে দুইটার দিকে নিহত যুবক ব্রিজের উপর থেকে লাফদেয় পানিতে। পরে ব্রিজের উপর থাকা ঘুরতে আসা দুইজন পানিতে লাফিয়ে ওই যুবককে উদ্ধার করেন।
তিনি আরও বলেন, এই যুবককের পরনে ছিল কালো প্যান্ট এবং স্টেপ কালার ফুল হাতা শার্ট। তার পরিচয় এখনো পাওয়া যায়নি সিআইডির ক্রাইম সিন উনারা এসেছেন ডিএনএ নমুনা সংগ্রহ করছেন। এর মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]