
রাজধানী পল্টনে একটি বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে হালিমা এরশাদ (৩৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
১০ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। তাকে স্বজনরা ভবনের নিচ থেকে উদ্ধার করে স্থানীয় ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। এরপর পল্টন সিরাজুল হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি হয়। সবশেষে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা ছোট ভাই আরিফ আহমেদ বিবার্তাকে বলেন, আমার ছোট বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। আজ সকালে নাস্তা খেয়েছে, তারপর আমরা যার যার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ তলার ছাদে গিয়ে লাফ দেয় সে। এসময় এলাকার লোকজন হৈচৈ শুরু করলে আমরা নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত তাকে উদ্ধার করে দুটি হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে থেকে পরে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার বোন এক বছরের মধ্যে দুইবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আজ আমার বোনের চেষ্টা সফল হল। আমাদের নিজ বাসা ৫৫/এ পুরনো পল্টন লেনে। চার বোন দুই ভাইয়ের মাঝে সে ছিল দ্বিতীয়। আমরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিজ বাসায় নিয়ে যাব।
পল্টন থানা ওসি (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া বলেন, আমরা খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। সেখানে তদন্ত শেষে ঢাকা মেডিকেল আসি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/বুলবুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]