
রাজধানীর কদমতলী মেরাজনগর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
১ নভেম্বর, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা মো. হুসাইন বিবার্তাকে বলেন, কদমতলীর দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেন সংস্কারের কাজ করার সময় মোটর দিয়ে পানি পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নর্দমায় পড়ে গেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]