
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে ওই তরুণীকে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামের দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর কাছে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তঃসত্ত্বা। বুধবার (৩ আগস্ট) দুপুরে প্রবাসীর স্ত্রী বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তাকে বাদশা ও আলমগীর সিএনজিতে তুলে নিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে আবারো ধর্ষণ করেন। পরে তাকে আবাসিক হোটেলে ফেলে তারা পালিয়ে যান।
এ ঘটনায় গত ৪ আগস্ট ভুক্তভোগী বাদী হয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে মামলা দেন। পরে অভিযুক্ত বাদশা মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকে গ্রেফতারের করার চেষ্টা চলছে।
বিবার্তা/নিয়ামুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]