
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।
রবিবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫০ জন। নমুনাসংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনে।
আগের দিন (শনিবার) ৪৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিলো সিভিল সার্জন কার্যালয়। ওই দিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল প্রায় ১১ দশমিক ৮৪ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪৫ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হসপিটালের ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৬ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ জন এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]