
হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে নাইম (১৬) ও সাগর (২০) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত নাইম হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে ও সাগর একই এলাকার সেলিম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীর পাশের মাঠে একদল যুবক ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন। খেলা চলাকালীন ওই দুই যুবক খোয়াই নদীতে গোসল করতে গেলে আরে ফিরে আসেনি।
অনেক্ষণ সময় অতিবাহিত হলেও তাদের ফিরে না আসায় অন্যান্যদের সন্দেহ সৃষ্টি হয়। তাদের সঙ্গীরা নদীতে তাদেরকে খুজতে গেলে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই উৎসব কর্মকার জানান, ওই দুই যুবককে খোয়াই নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার পরিক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]