
রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল ও পিকাপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই স্কুলছাত্র, মোটরসাইকেল চালক সারোয়ার (১৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র কিশোরপুর এলাকার তাজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বখতিয়ার উচ্চ বিদ্যালয় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন মোটরসাইকেল আরোহী।তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় রামেক হাসপাতালে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নগরীর রাজপাড়া থানা এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বিবার্তা/কিবরিয়া/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]