
রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের পর একটি দ্রুত গতির ট্রাক এক বাইক আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
৩০ জুন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখোমুখী সংঘর্ষের পর দুই বাইক আরোহী রাস্তার দুই দিকে ছিটকে পড়েন। এ সময় একটি দ্রুত গতির একটি ট্রাক গিয়ে রাস্তার ওপর পরে থাকা্কিএক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাইক আরোহী নিহত হন। গুরুতর আহত অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেলচালকের নাম-পরিচয় জানা যায়নি।
এবিষয়ে গোদাগাড়ী থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের পর ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই মোটরসাইকেল চালকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/ফয়সাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]